চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

জনাব মোহাম্মদ নজরুল ইসলাম
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, নওগাঁ
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁ
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ২০ নভেম্বর ২০২৪, নওগাঁতে দশম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তার আগে তিনি লালমনিরহাট জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। তার সার্ভিস আইডি (2008203324)
তিনি ২০০৮ সনে ৩য় বিজেএস (বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পঞ্চগড় জেলায় সহকারি জজ পদে যোগদান করে বিচারক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন।
জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ১৯৮১ সনের ০৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোয়ালদিঘী গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার খামার ঈদগাহ দাখিল মাদ্রাসা হতে দাখিল (সমমান SSC) এবং ১৯৯৭ সনে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ আলীয়া মাদ্রাসা থেকে আলিম (সমমান HSC) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে ২০০২ সনে এলএল.বি (সম্মান) ও ২০০৩ সনে এলএল.এম ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবনে তিনি দেশে এবং দেশের বাহিরে বুনিয়াদী এবং উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে ২০২৩ সনে ভারত সরকারের অর্থায়নে দেশটির ভুপালে ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত ট্রেনিং ফর বাংলাদেশ জাজেস এন্ড জুডিসিয়াল অফিসার্স; ২০০৯ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট, ঢাকা কর্তৃক আয়োজিত মৌলিক প্রশিক্ষণ কোর্স; ২০১৩ সনে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত ৫৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ও ২০১৪ সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি কর্তৃক আয়োজিত সামরিক প্রশিক্ষণ কোর্স বিশেষভাবে উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে মোহাম্মদ নজরুল ইসলাম বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।