Skip to main content
 

আমাদের কথা

নওগাঁ জেলা জজশীপের কার্যক্রম বিগত ০১.০৯.১৯৮৪ খ্রি. তারিখে পুরাতন মুনসেফ আদালত ভবনে শুরু হয়।  ১ম জেলা ও দায়রা জজ ছিলেন জনাব মীর্জা আসাদুজ্জামান আল ফারুক । তিনি ০১-০৯-১৯৮৪ তারিখে যোগদান করেন। এ পর্যন্ত  ১৭ জন জেলা জজ  কর্মরত ছিলেন।বর্তমানে জনাব মোঃ আবু শামীম আজাদ কর্মরত আছেন। পুরাতন ভবন মূল শহর তথা কেডি স্কুল এর পাশে ছিল। জায়গার স্বল্পতার কারণে পরে পুরাতন ভবন হতে প্রায় তিন কিলোমিটার দুরে কোমাইগাড়ী মৌজাস্থ নওগাঁ-রাজশাহী সড়কের পাশে নতুন ভবন নির্মানের পর ১৯৯২ সালের শেষের দিকে জেলা জজশীপের কাজ এখানে শুরু হয়। ১৯৯৮ সালে সহকারী জজ গনের সকল আদালত নতুন ভবনে স্থানান্তর করা হয়। পুরাতন আদালত ভবন জরাজীর্ন হওয়ায় স্থানীয় গনপুর্ত বিভাগ পর্যায়ক্রমে তা ভেঙ্গে ফেলে। স্থানান্তরের পর পুরাতন আদালত সংলগ্ন পূর্ব পাশ্বে ক্ষুদ্র পরিসরে ১৯৯২ সালে জেলাজজ বাসভবন নিমান করা হয়। ২০০৭ সালের ১ লা নভেম্বর থেকে  জেলা জজ আদালতেই বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলছে আলাদা কোন বিল্ডিং নির্মিত না হওয়ায়। ১ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন জনাব মোঃ আখতারুল আলম। এ পর্যন্ত  ৭ জন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মরত ছিলেন। বর্তমানে জনাব মোঃ আশরাফুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন।